মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান এর পিতা, বিশিষ্ট সমাজকর্মী শফিকুল আলম শফিক এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর কক্সবাজার শহরের হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিশাল জানাজায় ইমামতি করেন কক্সবাজার শহরের মাঝির ঘাট জামে মসজিদের খতিব ও শাহারবিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জেহাদী।
জানাজার পূর্বে মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জামায়াত ইসলামীর কক্সবাজার শহর আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার পৌর বিএনপি’র সদস্য সচিব মো: আবুল কাসেম, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, মরহুমের জ্যেষ্ঠ সন্তান খোরশেদ আলম, সেজ সন্তান ও বিশিষ্ট ছাত্রনেতা মিজানুল আলম মিজান। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লী অংশ নেন। জানাজা শেষে কক্সবাজার শহরের রুমালিয়ার ছরা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে বিএনপি নেতা শফিকুল আলম শফিককে দাফন করা হয়।
শফিকুল আলম শফিক (৭৮) গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর একটার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। সজ্জন, অমায়িক ও পরোপকারী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল আলম শফিক বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মরহুম শফিকুল আলম শফিক ছিলেন মরহুম নাজির আলী ও মরহুমা লতিফুন্নেছা’র পুত্র। মৃত্যুকালে তিনি ৪ পুত্র যথাক্রমে খোরশেদ আলম, নুরুল আলম নুরু, মিজানুল আলম মিজান, মোর্শেদুল আলম এবং ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
নিবেদিতপ্রাণ, একনিষ্ঠ, ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা শফিকুল আলম শফিক এর মৃত্যুতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, কক্সবাজার জেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার পৌর বিএনপি সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।