কক্সবাজারের চকরিয়া ও রামু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটা ও এবিসি সড়কের বটতলী এলাকায় দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ফকির আহমদ (৭৫)।
স্থানীয়রা জানান, দরবেশকাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জাকির আহমদ। পরে চকরিয়া পৌর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইভাবে বিএমচর এলাকায় রাস্তা পার হতে গিয়ে ফকির আহমদ মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হলেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামু উপজেলার খুনিয়াপালং ও রশিদ নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, জুমার নামাজের আগে মরিচ্যা-রামু সড়কে প্রাইভেট কার ও ইজিবাইকের সংঘর্ষে আয়ুব আলী নামে এক ইজিবাইক চালক নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হন, যাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শুক্রবার সকাল ৭টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদ নগরের হামির পাড়ায় ফজরের নামাজ পড়ে হাঁটার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় ফরিদ আহমদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হন।
রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, ফরিদ আহমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।