সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের ঈদগাঁওয়ে “জুলাই স্মৃতি চর্চা ও পিঠা উৎসবের” নামে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নেন। বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রহমান আজাদ ও ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রয়োজন, কোনো ধর্ম ও জনবিরোধী কার্যক্রম নয়। তাই মহাসড়কের ওপর দাঁড়িয়ে শহীদদের জন্য দোয়া করছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু “জুলাই স্মৃতি চর্চার” নামে পিঠা উৎসবের আড়ালে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্র-জনতার মর্যাদাহানির অপচেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, চলতি মাসের শুরু থেকে ইসলামাবাদের খোদাই