সিবিএন ডেস্ক ;

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১২২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আটক হওয়া দুই যুবক হলেন: আজিম উদ্দিন (২৩) – কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লভপুর এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে, সৌরভ চৌধুরী (২৮) – চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার হালিম চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে এবং চট্টগ্রাম জেলা ও মহানগরীর মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করতো। অভিযানে জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।