গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধের ঘটনায় সারাদেশ থেকে ১,৬৬৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে বিশেষ অভিযানের অংশ হিসেবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত বুধবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ১,৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ৫৬৬ জন ও অন্যান্য মামলায় ১,০৯৯ জন আটক হয়েছেন।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি ছোরা এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে।

‘ডেভিল হান্ট’ অর্থ ‘শয়তান শিকার’। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের জন্য পরিচালিত বিশেষ অভিযান। ৮ ফেব্রুয়ারি রাত থেকে দেশজুড়ে শুরু হওয়া এই অভিযানে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।