সিবিএন ডেস্ক ;

মিয়ানমারের আকিয়াব থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠবোঝাই বোট আটকে রেখেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত রাখাইনের মংডু খায়াংখালী খালে বোটটি তাদের জিম্মায় রয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি (সোমবার) টেকনাফ শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে স্পিডবোট নিয়ে ধাওয়া করে বোটটি আটক করে আরাকান আর্মি। তিনদিন পেরিয়ে গেলেও এখনো বোটটি ছাড়া হয়নি।

বোটটি আটকের বিষয়টি টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন স্বীকার করেছেন। তিনি জানান, ৩৫ টন কাঠ বোঝাই বোটটি তিনদিনেও বন্দরে আসেনি। কাঠগুলো ব্যবসায়ী আবদুল কাদেরের কাছে আসছিল।

টেকনাফের ব্যবসায়ী মো. কাদের বলেন, ‌‌‌‌”মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি বোট আমার কাছে আসার পথে আরাকান আর্মি নিয়ে গেছে। শুনেছি তারা তল্লাশি চালাচ্ছে। হয়তো কেউ ভুল তথ্য দিয়েছে। তবে মিয়ানমারের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ চলছে, আশা করছি তল্লাশি শেষে বোট ছেড়ে দেবে।”

এর আগে ১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ বন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় তিনটি কার্গো আটকে যায়। এতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফি ও অন্যান্য মালামাল ছিল।

টেকনাফের আমদানিকারক মোহাম্মদ রফিক বলেন, “এ ধরনের ঘটনা ব্যবসার জন্য ক্ষতিকর। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়বে। সরকারের উচিত বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া, নইলে স্থলবন্দর অচল হয়ে পড়বে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “টেকনাফ বন্দরে আসার পথে কাঠবোঝাই একটি বোট আটকের খবর পেয়েছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।”