সিবিএন ডেস্ক :
টেকনাফের ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেয়েছেন ৯নং ওয়ার্ড থেকে তিনবার নির্বাচিত মেম্বার ও নবগঠিত প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ আলী।
১০ ফেব্রুয়ারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার শাখার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় স্মারক নং-০৫.২০.২২০০.১২৬.০৬.০৩১.২০২৪ মূলে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই ক্ষমতা অর্পণ করা হয়।
এর আগে, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পরিষদের দৈনন্দিন কার্যক্রম ও জনসেবা ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নবগঠিত প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ আলী মেম্বারকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি), টেকনাফ-কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে, হ্নীলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসকের পরিবর্তে নবগঠিত প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ আলী মেম্বারকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব অর্পণের দাবি জানিয়ে ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে ৫৫ জন স্বাক্ষরিত একটি আবেদন জমা দেওয়া হয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে, ইউনিয়নের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে উপরোল্লিখিত স্মারকের মাধ্যমে মোহাম্মদ আলী মেম্বারের অনুকূলে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী মেম্বার বলেন, “হ্নীলা ইউনিয়নের জনগণের সেবা দিতেই এই দায়িত্ব নিয়েছি। এখন থেকে কেউ আর কষ্ট পাবে না। আমি রাতদিন জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”