সংবাদ বিজ্ঞপ্তি;

জেলার বৃহত্তম জাতীয় শিশু-কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসর-এর সম্মেলনের প্রস্তুতি পরিষদ গঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদকে চেয়ারম্যান, রাজিব দেবদাশকে আহ্বায়ক এবং নয়ন চক্রবর্তীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। একইসঙ্গে, এই পরিষদ সম্মেলনের পাশাপাশি চড়ুইভাতিরও বাস্তবায়ন করবে।

ঝিনুকমালা খেলাঘর আসরের সহ-সভাপতি উম্মে খালেদা খানম রুবি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুবিমল পাল পান্না, দীপক শর্মা দীপু, দুলাল দাশ, রাজিব দেবদাশ, প্রশান্ত মিত্র, আসিফ সাইফুল আবির, পিন্টু মল্লিক, তসলিমা আকতার, শাকেয়া ইয়াসমিন, নয়ন চক্রবর্তী, মোহাম্মদ সালাহউদ্দিন, পূর্ণিতা বড়ুয়া, মৃত্তিকা দাশ অথৈ, অমিত ধর ও সাবিহা সুলতানা জিপা।

সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি সম্মেলন ও চড়ুইভাতি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে পূর্ণিতা বড়ুয়াকে আহ্বায়ক এবং অমিত দাশকে সদস্য করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।