পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বৈধ লাইসেন্স না থাকায় দুটি ইটভাটা সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বারবাকিয়া ও নাপিতখালী এলাকায় পৃথক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় আহমদ নবী ও মোহাম্মদ মহসিনের মালিকানাধীন এবিএম ও আরবিএম নামক দুটি পরিবেশ বিধ্বংসী ইটভাটা সিলগালা করা হয়। এছাড়া চারটি ইট তৈরির মেশিন জব্দ ও আরবিএম ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় দুটি ইটভাটা সিলগালা ও জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।