সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় ছিনতাই করার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সৈকতে ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার বাহারছড়ার ১ নম্বর ওয়ার্ডের শামশুল আলমের ছেলে মনসুর আলম, কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. সোহেল এবং চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের ছেলে নুরুল আলম।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৈকতে ছিনতাইয়ের সময় তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পর্যটন জোনে অপরাধীদের কোনো স্থান নেই। ছিনতাইকারীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে।