মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা বনবিটসংলগ্ন ডলমপীর শাহ মাজারের কাছে গ্রীনলাইন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে ১০ ফেব্রুয়ারি সকাল ৮:১৭ মিনিটে। নিহত জিসান আলীকদম আবাসিক এলাকার বাসিন্দা ছৈয়দ আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক গ্রীনলাইন বাসটি কক্সবাজারমুখী এবং মোটরসাইকেলটি চট্টগ্রামমুখী ছিল। মোটরসাইকেলে দুইজন করে মোট চারজন আলীকদম থেকে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। বাসের বেপরোয়া গতির কারণে একটি মোটরসাইকেল পার হতে পারলেও অন্যটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন, তবে অপর আরোহী অক্ষত আছেন।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন জানান, সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে, পুলিশ বাসটি শনাক্ত ও আটক করতে কাজ করছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।