টেকনাফ প্রতিনিধি:

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসি কার্যকর এবং তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কক্সবাজারের টেকনাফের সাধারণ নাগরিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার বিকাল ৪টা টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বরে জমায়েত হয়ে মিছিলটি টেকনাফ থানার সামনে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাবেক ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন, সাইফুল ইকবাল ও জুবায়ের আজিজ।

বক্তারা বলেন, “মাদক নির্মূলের নামে ওসি প্রদীপ ও তার সহযোগীদের হাতে টেকনাফে প্রায় ২০০ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, অথচ মাদক ব্যবসায়ীরা রেহাই পেয়েছে। স্বজনহারাদের কান্নায় টেকনাফের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডগুলোর ন্যায়বিচার চায়।”

২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে, কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে (চেকপোস্টে) পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।

সাধারণ জনগণ দ্রুত ন্যায়বিচার বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।