সংবাদদাতা:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কক্সবাজার জেলা কার্যালয়ের জায়গায় অবৈধভাবে পাকা দেওয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত আনুমানিক ৯ টার দিকে একদল অজ্ঞাত ব্যক্তি নির্মাণ সামগ্রী নিয়ে এসে দ্রুতগতিতে দেওয়াল নির্মাণের চেষ্টা চালায়। বিষয়টি জানার পর আইডিইবি কর্তৃক দ্রুত মডেল থানায় অবহিত করা হলে এস আই রাজিব মোবাইল কোর্টে নিয়োজিত থাকাকালীন সময়ে ওসির নির্দেশে ঘটনাস্থলে পৌছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
আইডিইবি কার্যালয়ের একজন সদস্য জানান, জমিটি প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং এ ধরনের অবৈধ দখল ও নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দাবি করেছেন, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এ ধরনের জমি দখলের প্রবণতা বেড়ে গেছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।