সিবিএন ডেস্ক ;
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নিজ বাসা থেকে ডাকাত দলের কবলে পড়া অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয় তলা থেকে ভুক্তভোগী লোকমান হাকিমকে উদ্ধার করা হয়। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা।
জানা গেছে, বেলা ১১টার দিকে বাসার বর্তমান কর্মচারী সাব্বির (১৯) ও সাবেক কর্মচারী রিয়াদের (২০) সহযোগিতায় একদল ডাকাত বাসায় ঢুকে লোকমান হাকিমকে জিম্মি করে। ভবনের এক বাসিন্দার চিৎকারে বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশ আসার সঙ্গে সঙ্গেই দুই ডাকাত পালিয়ে যায়।
এক ডাকাত লোকমান হাকিমকে গলায় ছুরি ঠেকিয়ে বাথরুমে আটকে রাখে এবং পুলিশকে হুমকি দেয়, গ্রেপ্তার চেষ্টা করা হলে ভুক্তভোগীকে হত্যা করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, পুলিশের একাধিক টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং কৌশলে লোকমান হাকিমকে উদ্ধার করা হয়। অভিযানে দুই ডাকাত— মো. বায়েজিদ শেখ (১৯) ও মো. আকাশ (২৫) আটক হয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক অন্য দুই ডাকাতকে ধরতে অভিযান চলছে।