আব্দুস সালাম, টেকনাফ ;
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন লঙ্ঘনের অভিযোগে ছয়টি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলো সিলগালা করা হয়েছে।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জরিমানা ও সিলগালা করা ইটভাটাগুলো হলো: টেকনাফের হোয়াইকং দৈংগাকাটা এলাকার মেসার্স এ আর বি ব্রিক্স, মেসার্স এম কে বি ব্রিক্স, হোয়াইক্যংয়ের মেসার্স এ এইচ বি ব্রিক্স, মেসার্স এস এম বি ব্রিক্স, মেসার্স কে এন বি ব্রিক্স এবং হোয়াইকং লাতুরিখোলা এলাকার মেসার্স এম আর বি ব্রিক্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলার ছয়টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এবং জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিনের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন কক্সবাজার জেলা পুলিশ, টেকনাফ থানা পুলিশ, র্যাব-১৫ ও ফায়ার সার্ভিস।
