সিবিএন অনলাইন ডেস্ক

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে উত্তেজনা কমাতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর ডয়চে ভেলের।

তিনি পদত্যাগকে “অপরিবর্তনীয় সিদ্ধান্ত” উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুকেভিক বলেন, “আমার আবেদন, সবাই আবেগকে সংযত করে সংলাপে ফিরে আসুন।”

তবে তার পদত্যাগ কার্যকর হতে সংসদের অনুমোদন প্রয়োজন। নতুন সরকার গঠনের জন্য অথবা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ৩০ দিনের সময় থাকবে।

ভুকেভিকের পদত্যাগের পেছনে নোভি সাদ শহরের একটি রেলস্টেশন নির্মাণে দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ভূমিকা রেখেছে। ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে জনতা। সোমবার রাজধানী বেলগ্রেডে ছাত্র ও কৃষকদের অবরোধে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অচল হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী ছাড়াও নোভি সাদের মেয়র মিলান ডুরিক পদত্যাগ করেছেন। আন্দোলনকারীদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত ভুকেভিক এবং তার মন্ত্রিসভা দায়িত্ব পালন করবেন।