সিবিএন ডেস্ক
চলতি সপ্তাহে সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি গাড়ি নিলামে তোলার কথা ছিল। তবে চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন শাখা থেকে দর নির্ধারণের কাজ শেষ না হওয়ায় গাড়িগুলো এবারের নিলামে ওঠেনি, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এসব গাড়ির প্রতি মানুষের আগ্রহ থাকলেও কাস্টমসের নিলাম প্রক্রিয়া চলছে ধীরগতিতে। তবে ৩০টি গাড়ি বাদ দিয়ে ৮৩ লটে কয়লা, পেপার, ব্যাগসহ পোশাকশিল্পে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নিলামে তোলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা পণ্য পরিদর্শন করতে পারবেন এবং সোমবার (২৭ জানুয়ারি) থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাবিত মূল্য জমা দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী বলেন, “ব্যবসায়ীরা গাড়ির নিলামের জন্য অপেক্ষা করছিলেন। ৩০ জানুয়ারির মধ্যে নিলামের নির্দেশনা থাকলেও তা হয়নি। এখন হয়তো ক্যাটালগ প্রকাশ করবে।”
কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, সাবেক এমপিদের গাড়ির নিলামের সব প্রস্তুতি প্রায় শেষ। শুল্কায়ন শাখা থেকে দর নির্ধারণ হওয়ার পর আগামী মাসে নিলামে তোলা হবে।
তিনি আরও জানান, পচনশীল পণ্যের দ্রুত নিলামের জন্য অফলাইন এবং অনলাইনে প্রক্রিয়া চালু রয়েছে। সাম্প্রতিক সময়ে খেজুরসহ পোশাকশিল্পের বিভিন্ন উপকরণের নিলাম করা হয়েছে।
কিছু পণ্যের ক্ষেত্রে বিডাররা সময়মতো টাকা জমা না দেওয়ায় পণ্য দ্বিতীয় বা তৃতীয় দফায় নিলামে তোলা হয়। তবে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ দর না উঠলে আইনের অধীনে তিনবার পর্যন্ত নিলামে তোলা হয় বলে জানান তিনি।
