২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাবির অধীনে হবে না। এ সিদ্ধান্ত সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় গৃহীত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় ৭ কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। ঢাবি প্রশাসন সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তাদের বিভিন্ন দাবির প্রতি আন্তরিক সমর্থন জানিয়েছে।
গৃহীত সিদ্ধান্তগুলো:
১. সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ৭ কলেজের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না।
3. শিক্ষার্থীদের দাবি মেনে ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে গঠিত কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।
৪. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণের দায়িত্ব বিশেষজ্ঞ কমিটির হাতে থাকবে।
৫. বর্তমানে চলমান শিক্ষার্থীদের ক্ষেত্রে ঢাবি প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সভায় সাত কলেজ এবং ঢাবি প্রশাসন শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই পৃথকীকরণ কার্যকর হবে, যা সাত কলেজের শিক্ষার্থীদের নতুন একটি অধ্যায়ের সূচনা করবে।