সিবিএন ডেস্ক ;
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ এক্স-নোহা গাড়ি তল্লাশি চালিয়ে ৩২ হাজার ইয়াবাসহ দুই আসামিকে আটক করেছে। লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজার থেকে আসা গাড়িটিকে থামানোর চেষ্টা করা হয়।
রাত ৩টা ৪৫ মিনিটে থানা সামনে গাড়িটি থামানোর সময় ৪ জন আসামি পালানোর চেষ্টা করে। পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও বাকি দুইজন পালিয়ে যায়।
গাড়ি তল্লাশির পর ৩২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। অভিযানে এক্স-নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে।
আটককৃত ও পলাতক আসামিরা কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের ২৬ জানুয়ারি সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
