সিবিএন ডেস্ক ;
চট্টগ্রামের খুলশি এলাকায় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ভবনে ডাকাতির সময় বাসিন্দারা ১১ ডাকাতকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় দক্ষিণ খুলশির সানমার রয়েল রিচ ভবনে এ ঘটনা ঘটে। ডাকাতরা ৮ ও ১১ তলার দুটি ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।
ডাকাত দলের ১৩ সদস্যের মধ্যে ২ জন পালাতে সক্ষম হয়। বাকিদের ভবনের বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটকরা হলেন: ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫), ও শওকত আকবর ইমন (২৮)।
খুলশি থানার পুলিশ জানায়, ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। সিএমপি ডিসি (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, “তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”