আব্দুস সালাম, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে হামলা, ভাঙচুর, এবং ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে অভিযোগ দায়ের করার পর মোহাম্মদ মেহেদী (৩৬) ওরফে নুরু নামে একজনকে গুলি করে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে মহেশখালীয়াপাড়া সমুদ্রসৈকতের পাশে সাইফুল ইসলামের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেহেদী ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে নুরুল আবসারের নেতৃত্বে মেহেদীর বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হলে আবসার ক্ষিপ্ত হয়ে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটায়।
বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলামের দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল আবসার কোমরে থাকা অস্ত্র দিয়ে মেহেদীর বাম বুকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা মেহেদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইনজামামুল হক জানান, মেহেদীর বাম বুকে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তার বুকে থাকা গুলি অপসারণ করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ মেহেদীর মা মরিয়ম খাতুন বলেন, “আমি নুরুল আবসারের বিরুদ্ধে মামলা করব। প্রশাসনের কাছে অনুরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার করে তাকে আইনের আওতায় আনা হোক।”
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “গুলির ঘটনায় একজন আহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।