সংবাদদাতা:
ফার্স্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের
কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে।

এতে আশরাফুল আলম সভাপতি, মোহাম্মদ হোছাইন সাধারণ সম্পাদক, সোনিয়া আক্তার তৃষ্ণা সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১৫১ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণাকালে সাবেক আহ্বায়ক মোঃ আনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আশরাফুল আলম, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের সুপরিকল্পিত ও দূরদর্শী নেতৃত্বে সারা বাংলাদেশের কমিনিউটি প্যারামেডিকদের সমন্বয়ে এই বৃহৎ পরিসরের কমিটি গঠন সম্ভব হয়েছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, এই ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি স্বাস্থ্যসেবা ও প্যারামেডিক সেক্টরে সুদূরপ্রসারীত উন্নয়নের পথ সুগম করবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকা, আন্তরিক প্রচেষ্টা ও ঐকান্তিক মনোভাব আমাদের সকলের অনুপ্রেরণা।
তারা আরও বলেন,“কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় আমরা সততা, একতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে এ বিশ্বাস আমরা রাখি।

নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় আশাবাদ ব্যক্ত করেন, এই মহৎ উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর হয়ে উঠবে, যা সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্যারামেডিক পেশাজীবীদের মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির দিকেও এই কমিটি গুরুত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই অভিনন্দন বার্তা শুধু কেন্দ্রীয় কমিটি নয়, বরং সারাদেশের প্যারামেডিক পেশাজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের জোয়ার বইয়ে দিয়েছে। দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল ও মানবিক করে তুলবে ফার্স্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন।