সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের চৌফলদন্ডীতে সাগরমণি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হলো গণতন্ত্র সংলাপ ২০২৫, যা আয়োজন করেছে সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)। “জনগণের কণ্ঠ, অংশগ্রহণমূলক শাসন” প্রতিপাদ্যে আয়োজিত এই সংলাপে গণতন্ত্র, মানবাধিকার, এবং ন্যায়পরায়ণ শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
সংলাপে বক্তারা বলেন, “গণতন্ত্রের প্রকৃত চর্চার অভাব, অব্যাহত বৈষম্য, এবং অংশগ্রহণহীন শাসন ব্যবস্থা আজকের সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। জনগণের ক্ষমতায়ন, মানবাধিকার রক্ষা এবং সমতা প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ পুনর্জাগ্রত করতে হবে।” এই সংলাপের মাধ্যমে গণতন্ত্রের সংকট উত্তরণের পথ খুঁজে বের করার আহ্বান জানানো হয়।
গণতন্ত্র সংলাপের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে ছিল জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি, নীতি-নির্ধারক, নাগরিক সমাজ ও তরুণদের মধ্যে অংশগ্রহণমূলক আলোচনা উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে গণতন্ত্রের ভূমিকা প্রসারিত করা। আয়োজকরা মনে করেন, অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংলাপে সভাপতির বক্তব্যে সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, “গণতন্ত্র হলো জনগণের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। গণতান্ত্রিক চর্চা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা একটি টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংলাপের মাধ্যমে আমরা গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনের আশা করছি।” অংশগ্রহণকারীরাও তাদের মতামত প্রকাশ করেন। তারা বলেন, “গণতন্ত্র শুধু একটি শাসন ব্যবস্থা নয়, এটি ন্যায়বিচার এবং অংশগ্রহণমূলক উন্নয়নের মূল ভিত্তি।”
সংলাপের আহ্বায়ক রুহুল আমিন বলেন, “গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সমাজ গঠনের পথ প্রশস্ত করা সম্ভব। আমরা সবাইকে এই উদ্যোগে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।”
আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা করছেন, গণতন্ত্র সংলাপ ২০২৫ কক্সবাজার অঞ্চলে গণতন্ত্র চর্চার প্রসারে একটি মাইলফলক হয়ে থাকবে এবং মানুষের মাঝে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করবে।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার সদর এরিয়া কাউন্সিল সেক্রেটারি সবুজ দে, কক্সবাজার ওয়েস্ট সিটি কাউন্সিল সেক্রেটারি আব্দুল মালেক, এক্টিভিস্ট সাদ্দাম হোসেন, মিজানুর রহমান ও শহীদুল ইসলাম প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।