সিবিএন ডেস্ক ;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্ত দিয়ে মিয়ানমারে অনুপ্রবেশের সময় ৯ লাখ ৫০ হাজার টাকাসহ মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ১১ বিজিবির একটি বিশেষ টহল দল ফুলতলী বিওপির টহল কমান্ডার ডা. মো. রবিউল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৪৮-এর ২ নম্বর পয়েন্টের কাছ থেকে তাকে আটক করে। আটক মিজান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মিজান অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের চেষ্টাকালে নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সীমান্ত সড়কের কাছে রোহিঙ্গা টিলা নামক স্থান থেকে আটক হন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, “আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত টাকার বিষয়ে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালানসহ যে কোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সীমান্তে বিজিবির এমন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তাঁরা বিজিবিকে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।