মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম আর নেই। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১ টা ৫০ মিনিটে ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার শহরের সদর থানার পেছন রোডের বাসিন্দা মরহুম অ্যাডভোকেট ফরিদুল আলম ১৯৯৭ সালের ৩ মার্চ কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তাঁর পিতা ছিলেন মরহুম আমির হামজা। তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিরও একজন সদস্য ছিলেন। জীবদ্দশায় তিনি কক্সবাজার সিটি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, কক্সবাজার স্কাউটের কমিশনার, কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য, উত্তরণ গৃহায়ণ সমিতির পরিচালক, কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের সদস্য সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সহ বিভিন্ন কল্যানকর সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

এক সময়ের তুখোড় ছাত্রনেতা অ্যাডভোকেট ফরিদুল আলমের সহধর্মিণী কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক ও তিনি ৪ কণ্যা সন্তানের জনক। তাঁর মৃত্যুর খবরে আদালত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলমের মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

কক্সবাজার সিটি কলেজের শোক :

কক্সবাজার সিটি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলমের মৃত্যুতে কক্সবাজার সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম আকতার উদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কক্সবাজার সিটি কলেজ তাঁর ব্যাপক অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।