সিবিএন ডেস্ক: পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড এবং ২ ডিসেম্বর আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে ভারতীয় আগ্রাসন বিরোধী এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংগঠক অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক এস এম সুজাউদ্দিন। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ভারতের সঙ্গে যত অন্যায্য চুক্তি সম্পাদিত হয়েছে, তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক শিষ্টাচার রক্ষা করতে হবে।”

 

পথসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংগঠক খালিদ বিন সাঈদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সংগঠক রবিউল ইসলাম, সাহেদুল ওয়াহিদ সাহেদ, জুনায়েদ হোসাইন, একরামুল হক, শহীদ আহসান হাবিবের চাচা মাসুদ প্রমুখ।

এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংগঠক মিজানুর রহমান মিল্কী, হুমায়ুন কবির রিফাত, তারেকুর রহমান, ইকবাল মালেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সংগঠক আতাহার সাকিফ, সাগর উল ইসলাম, শাহেদ মো: লাদেন, ওয়ালিউল ইসলাম আযান, রাইয়ান কাশেম, সাফোয়ান আল আজিজ, সাজ্জাদ হোসাইন, ফরহাদ নুর, তাশদিদ উর রেজা, জিনিয়া শারমিন রিয়া, স্নেহা, আবদুল্লাহ, সাকিব,এনামুল হক, মোঃ নুর, দেলোয়ার হোসাইন সাঈদী, আব্দুল্লাহ আল ফায়সাল, হেলাল উদ্দিন, মোনেমুল মোনতাকি, ইউসুফ নূরী, রায়হান ইসলাম, ইউসুফ নূরী প্রমুখ।