নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি ;
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছালামীপাড়ায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর ) সকাল ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু ছালামী পাড়ার আলী হোসেনকে পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি সতর্ক করেন যাতে বিনা-অনুমতিতে আর পাহাড় না কাটে।
ইউএনও ইসমাত জাহান ইতু জানান, পাহাড় কাটার খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ ওই জায়গা পরিদর্শনে গিয়ে সত্যতা খুঁজে পান। তাই অপরাধ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে শাস্তি হিসেবে এই জরিমানা করেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাংবাদিকদের কাছে জরিমানার বিষয়ে নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।