রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শনের ঘটনায় কর্তৃপক্ষ জড়িতদের খুঁজছে। শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত এই স্লোগান দুটি স্ক্রিনে দেখা যায়।

ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা ধারণা করা হচ্ছে, যাত্রীদের দ্বারা ধারণ করা হয়েছে। সাধারণত স্ক্রিনে যাত্রীদের তথ্য প্রদর্শিত হয়।

একটি সূত্র জানিয়েছে, ভোর ৫:৫৭ থেকে ৯:৫১ পর্যন্ত স্ক্রিনে ওই লেখা চলছিল। পরে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে স্ক্রিন দুটি বন্ধ করে দেয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকাল ৯টায় বিষয়টি জানার পর তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।