মো. আরকান, পেকুয়া:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ফাইনাল পরিক্ষায় তিনি সেকেন্ড ক্লাসে উত্তীর্ণ হয়েছেন।

শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ফলাফল ঘোষণা করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী— ওয়াসিম সেকেন্ড ক্লাসে উত্তীর্ণ হয়েছেন। সেই ফলাফল ফেসবুকে দিয়ে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা স্মৃতিচারণ করছেন।

ফলাফলের বিষয়ে ওয়াসিমের বন্ধু ও এসএসসি ব্যাচ ২০১৭ পেকুয়া উপজেলার সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “ওয়াসিমের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু ওয়াসিম নেই। সে একজন মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি স্বপ্নবাজ তরুণ ছিলেন। আল্লাহ শহিদ ওয়াসিমকে বেহেশতে সর্বোচ্চ স্থান দান করুন”।

ওয়াসিমের আরেক বন্ধু ও পেকুয়া শিক্ষার্থী সংসদের আহবায়ক ফরহাদ উদ্দিন ইফতিয়ার বলেন, “রেজাল্ট পরবর্তী দিনে আমর বন্ধু ওয়াসিম বেঁচে থাকলে হয়তো তার চেয়ে কেউ বেশি খুশি হতো না। কারণ আমরা যখন প্রতিটা ধাপ অতিক্রম করি,তখন আমরা সফলতার কাছাকাছি চলে যায়। কিন্তু দুঃখের বিষয় তার অকাল মৃত্যুতে তার ও পরিবারের স্বপ্ন মাটির সাথে মিশে যায়। রেজাল্ট শোনার আগেই ঘাতকের বুলেট তার জীবন প্রদীপ কেড়ে নিয়েছে”।

রেজাল্টের বিষয়ে জানতে চাইলে,ওয়াসিমের মা জোসনা আক্তার বলেন, “ছেলের ভালো রেজাল্ট করে পাস করেছে তাতে খুশি হওয়ার পাশাপাশি দুঃখ লাগছে। আজকে ওয়াসিম বেঁচে থাকলে কত আনন্দ-উল্লাস হতো”।

গত ১৬ জুলাই চট্টগ্রামের ষোলশহর-মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিপক্ষের আঘাতে গুলিবিদ্ধ হন ওয়াসিম । পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওয়াসিম আন্দোলনে যাওয়ার পূর্বে ফেইসবুক এ স্ট্যাটাস দিয়ে লিখেন,”চলে আসুন ষোলশহর ”
যার কারণে প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হামলা করে।

নিহত ওয়াসিম আকরামের সৌদি প্রবাসী বাবা শফিউল আলম ও মা জোসনা আক্তার। দুই ভাই ৩ বোনের মধ্যে ওয়াসিম দ্বিতীয়। তিনি ২০১৭ সালে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। তৃতীয় বর্ষের পরীক্ষা শেষে ফলের অপেক্ষায় ছিলেন ওয়াসিম। কিন্তু সেই ফল প্রকাশের আগেই আন্দোলনে নিহত হন তিনি।