নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের ছোট ভাই ও নিরিবিলি গ্রুপের পরিচালক মুর্শেদুর রহমান তুহিন (৫০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তুহিন চার ভাইয়ের মধ্যে সবার কনিষ্ঠ। তিনি দুই মেয়ে সন্তানের জনক।
আজ মঙ্গলবার বাদ যুহর কক্সবাজার নিরিবিলি মাঠে প্রথম নামাজে জানাজা, আসরের নামাজের পর গ্রামের বাড়ি পোকখালীর পূর্ব গোমাতলীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
নিরিবিলি গ্রুপের পরিচালক মুর্শেদুর রহমান তুহিন মারা গেছেন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।