নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি

রাষ্ট্রের সুযোগ- সুবিধা ভোগ করতে হলে জন্ম- মৃত্যু নিবন্ধনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা প্রশাসক ( ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান। রোববার (০৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, জন্মের এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করে নিতে হবে। রাঙামাটি এত দুর্গম অঞ্চল এবং সীমিত সুযোগ হওয়া সত্ত্বেও বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে এখানকার নিবন্ধন কার্যক্রম অনেক এগিয়ে বলে জানান জেলা প্রশাসক।

এর আগে জেলা শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

” জন্ম- মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন উদ্যোক্তাগণ বক্তব্য রাখেন।

সভার পর জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়।