বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরবাসীর দু:খ হয়ে দাঁড়িয়েছে হাসপাতাল সড়ক। এই সড়কে সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে তীব্র যানজট। অথচ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে শুরু করে আল ফুয়াদ হাসপাতালের মোড় পর্যন্ত ফুটপাত বেদখলে চলে যাওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।
এই সড়কটি অর্ধেক ফুটপাত চলে গেছে ভাসমান ব্যবসায়ীদের দখলে আর অর্ধেক অবৈধ সিএনজি পার্কিংয়ে। শুধু তাই নয় জনগুরুত্বপূর্ণ এই সড়কের দু’পাশের ফুটপাত দখল করে প্রতিনিয়ত মোটর সাইকেল পার্কিং করে রাখেন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা। যার কারণে হরহামেশাই তীব্র যানজট লেগেই থাকে ওই সড়কটিতে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগি ও সাধারণ মানুষকে।
দ্রুত সময়ের মধ্যে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে চান ভুক্তভোগীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।