সিবিএন ডেস্ক:

রাজধানীর ডেমরায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সাজার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি। এসময় তারা সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধেও প্রতিবাদ জানান।

শুক্রবার (৪ অক্টোবর) ডিএসসিসির ৬৯নং ওয়ার্ডের লতিফ বাওয়ানী জুট মিল সংলগ্ন ৪নং গেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের উসকানিতে কিছু সুবিধাবাদী দুর্বৃত্তের অপকর্মের কারণে ডেমরায় বিচ্ছিন্ন কিছু অপরাধ ঘটছে এবং এসব অপরাধ বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে। তারা সবাইকে এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে নেতারা জানান, আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে ৯টি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা থাকবে এবং অপশক্তিকে মোকাবিলায় জনগণকে সচেতন করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাসেম, যুবদল নেতা রফিকুল ইসলাম, ছাত্রদলের নেতা মনির হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।