নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের সদরের চৌফলদন্ডিতে প্রস্তাবিত “বঙ্গবন্ধু লবণ গবেষণা ইনস্টিটিউট” এর নাম পরিবর্তন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত, লবণ বোর্ড গঠনসহ ১২ দফা দাবিতে কক্সবাজার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে লবণ চাষী কল্যাণ সমিতি।

বুধবার (২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতৃবৃন্দ।

এরপর প্রধান উপদেষ্টা বরাবর দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।

১২দফা দাবিসমূহ:
১. লবণ চাষীদের ন্যায্য মূল্য প্রাপ্তি ও আগামীতে আরো বেশী লবণ উৎপাদন করার উৎসাহ প্রদানের লক্ষ্য অতি দ্রুত কমপক্ষে ৩ লক্ষ মেঃ টন লবণ রপ্তানীর ব্যবস্থা করা

২. লবণের উৎপাদন খরচ কমানোর জন্য বৈদ্যুতিক মোটরের ব্যবহার সহজলভ্য করা, জমির লীজমানি কমানো এবং প্রকৃত প্রান্তিক লবণ চাষীকে সরকারের খাস জমি বরাদ্দ প্রদানের পদক্ষেপ গ্রহণ

৩. অসুস্থ ও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত লবণ চাষীদের সরকার কর্তৃক চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা

৪. বর্ষা মৌসুমে প্রান্তিক লবণ চাষীদের ১০ টাকা কেজি মূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল বরাদ্দ প্রদানের ব্যবস্থা

৫. বিসিকের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে লবণ চাষে প্রকৃত লবণ চাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

৬. দেশে লবণের খাতভিত্তিক চাহিদা নিরুপণের জন্য পুর্ণাঙ্গ জরিপ করে জাতীয় লবণ নীতি- ২০২২ এর সংশোধন

৭. জরীপের মাধ্যমে লবণ জমির পরিমাণ চিহ্নিত করাসহ লবণ চাষীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে প্রত্যেককে আইডি কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ

৮. অল্প জমিতে অধিকতর, পরিপক্ক, দানাদার ও গুনগত মানসম্পন্ন লবণ উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লবণ গবেষণা ইউনিষ্টিটিউট ও লবণ চাষী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন

৯. লবণ চাষীদের নামে মাত্র নয়, বাস্তবিকভাবেই সহজ শর্তে ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানের মাধ্যমে খণ প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং প্রান্তিক লবণ চাষিদের স্বল্পমূল্যে লবণ উৎপাদনের উপকরণ (পলিথিন ও জ্বালানী) সরবরাহ

১০. জাতীয় লবণ চীয় লবণ নীতি অনুযায়ী সরকারিভাবে ১ লক্ষ মেঃ টন লবণের “বাফার স্টক” গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ

১১. নামে মাত্র লবণ উপদেষ্টা বোর্ড নয়, লবণ শিল্পের নিবিড় তদারকির জন্য পৃথক লবণ বোর্ড গঠন

১২. কক্সবাজারের সদরের চৌফলদন্ডিতে প্রস্তাবিত “বঙ্গবন্ধু লবণ গবেষণা ইনস্টিটিউট” এর নাম পরিবর্তন করে লবণ “বাংলাদেশ লবণ গবেষণা ইনস্টিটিউট” নামকরণ

সমিতির সভাপতি এডভোকেট মো. শাহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হাসানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এ জেড এম গিয়াস উদ্দিন, ডা. মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক একরাম উদ্দিন নূরী, চকরিয়া উপজেলা সভাপতি মো. হাবিবুল মতিন, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জেলা কমিটির সদস্য নিজাম উদ্দিন নুরী (উজ্জ্বল), ধলঘাটা ইউনিয়ন সভাপতি ডা. নুরুল ইসলাম (মনি), মহেশখালী সভাপতি মোঃ জাফর আলম জফুর, হোয়ানক ইউনিয়ন সভাপতি আরিফ উল্লাহ সিকদার, বদরখালী ইউনিয়ন সভাপতি এখলাছুর রহমান, সমিতির নেতা আবুল কাশেম, নুরুল হোসাইন, মো. শরীফ।

দেশীয় লবণ শিল্প বাঁচাতে ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন লবণ চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।