নিজস্ব প্রতিবেদক:
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কক্সবাজার সদর উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা সম্পন্ন হয়েছে।

২৯ সেপ্টেম্বর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান।

আইডিএফ কৃষি উন্নয়ন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) আজমারুল হকের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মোঃ হাসানের সঞ্চালনায় সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিন, উপজেলা মেরিন ফিসারিস অফিসার আব্দুল কুদ্দুস, আইডিএফ এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সমন্বিত কৃষি ইউনিটের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বাস্তবায়নে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন আইডিএফ কৃষি উন্নয়ন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) আজমারুল হক। কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

তিনি আইডিএফকে সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম মাঠ পর্যায়ে সুন্দরভাবে বাস্তবায়ন করার আহ্বান জানান।