সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক জেলা কার্যালয় কক্সবাজারে ২৯ সেপ্টেম্বর ২০২৪-২৫ অর্থবছরের ১ম ব্যাচের শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হল।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলার ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী।
এছাড়া লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় এর উপ-মহাব্যবস্থাপক মো: জাফর ইকবাল ভূঁইয়াসহ অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ২৯/০৯/২০২৪ থেকে ০৩/১০/২০২৪ খ্রি. পর্যন্ত চলমান পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থীকে শিল্পোদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহমহাব্যবস্থাপক মুহাম্মদ রিদওয়ানুর রশিদ।
দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে এবং বেকারত্ব দূরীকরণে এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।
বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
