নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি ;
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী দুর্গম দৌছড়ি ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৯ নম্বর সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইনে ব্যাপক গুলাগুলি হয়েছে। এই সময় বিজিবি সন্দেহভাজন ২ জন ব্যক্তি আটক করেছে। ধারণা করা হচ্ছে ; তারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আর এস ও)’ র সোর্স।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধীনে লেম্বুছড়ি বিওপি থেকে আনুমানিক ২০০-২৫০ মি. পূর্ব- দক্ষিণে এবং বিপি-৪৯ হতে আনুমানিক ১কিঃমিঃ পশ্চিমে চেরাংঘাট বাজার” (বাহির মাঠ)”এলাকায় স্থানীয় বাজারের জনসাধারণ সন্দেহভাজন ২ ব্যক্তিকে বাজারে বেঁধে রাখে। প্রত্যক্ষদর্শী এই দুই ব্যক্তিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আরএসও) ‘ র সোর্স বলে আখ্যায়িত করে। সন্দেহভাজন এই দুই ব্যক্তিকে গ্রেফতারের জেরে দুর্গম পাহাড়ি এলাকা বামহাতির ছড়া নামক স্থান থেকে ৪ জন পোশাক পরিহিত সশস্ত্র সদস্য বাজার এলাকায় এসে ৫/৬ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের ফায়ার করে বলে সূত্রে জানায়।
উল্লেখ্য যে, ঘটনাটি নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধীনে লেম্বুছড়ি বিওপি কে সাধারণ জনতা অবগত করলে ; বিজিবির দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি বিওপির হাবিলদার মো. বদরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২জন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আর এস ও) ‘ র সোর্স বা সহায়তাকারী আটক করে ।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মুহুর্ত্বের মধ্যে পোশাক পরিহিত পাহাড় থেকে আসা সশস্ত্র সদস্য দল জঙ্গলে লুকিয়ে যায়।
আটককৃত সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি (আর এস ও)’র সোর্স বা সহায়তাকারী হলেন ; নাইক্ষ্যংছড়ির বরইতলীর মো: নুরুল আমিনের পুত্র আলী হোছন (৪৫),একই এলাকার মো: নুরুল আমিনের পুত্র মফিজ আলম (১৯)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা যায়।
অন্যদিকে দৌছড়ির বামহাতি ছড়ার মৃত জাফর আলমের পুত্র মৌলভি জামাল উদ্দিন,একই এলাকার মোখতার আহমদ বলেন,বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় থেকে রাত ৮ টা পর্যন্ত থেমে থেমে দৌছড়ি ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৯ নম্বর সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইনে ব্যাপক গুলাগুলি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমরান ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।