নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌরসভা কর্তৃক প্রদানকৃত টমটম লাইসেন্স বাতিল কথাটি অসত্য বলে জানিয়েছেন পৌর প্রশাসক রুবাইয়া আফরোজা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার হল রুমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পৌর প্রশাসক বলেন, সম্প্রতি টমটম লাইসেন্স বাতিল হয়েছে বলে যে প্রচার হচ্ছে সেটা নিতান্তই গুজব। এমন সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষ নেয়নি। তবে কিছু শর্তসাপেক্ষে আগামী রোববার থেকে যার একটি লাইসেন্স রয়েছে সেসব লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু করা হবে। তবে যাদের একাধিক লাইসেন্স রয়েছে তাদের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ-আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সাথে অবৈধ টমটমের বিরুদ্ধে শুরু হবে ধরপাকড় অভিযান।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর রাজ বিহারী দাশ, নাছিমা আকতার, আমিনুল ইসলাম মুকুল, ওসমান সরওয়ার টিপু ও লাইসেন্স শাখার প্রমথ পাল।