বার্তা পরিবেশক:
শহরের কলাতলির জেলগেট এলাকার রহমতপুরে যুবদল নেতা শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুতের  রাতে ৫ আগষ্ট স্বদলবলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লন্ডন প্রবাসী শহিদুল ইসলামের ক্রয়কৃত ১৬ জায়গা রাতারাতি দখল করে স্থাপনা নির্মান করার অভিযোগ এনে সেনাবাহিনীর কক্সবাজার সদরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী শহিদুল ইসলামের বড় ভাই জেলগেট রহমতপুর এলাকার খোরশেদুল ইসলাম। দখলদার শাহাবুদ্দিন শহরের ২৭ নং ইউনিট যুবদলের সভাপতি বলে জানা গেছে। জায়গা উদ্ধার ও নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে অভিযোগকারী খোরশেদুল ইসলাম।

সেনাবাহিনীর সদরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে দেয়া অভিযোগ থেকে জানা যায় ঝিলংজা মৌজার
পাইলস স্কুল সংলগ্ন রহমতপুর এলাকায় এডভোকেট আবু আহমদের কন্যা শাহেদা খানম ও ফেরদৌস জাহানের পৈতৃক সুত্রে প্রাপ্ত ১৬ শতক জায়গা ২০২১ সালের২১ মার্চ রেজিষ্ট্রি কবলা মুলে ১৩৭৭/২১ দলিল সম্পাদনা করে মালিক হন পেকুয়া মগনামার মৃত রশিদ আহমদের পুত্র লন্ডন প্রবাসী শহিদুল ইসলাম। সেই থেকে জায়গায় অস্থায়ী স্থাপনা নির্মান করে ভোগদখলে ছিল খরিদদার। শহিদুল ইসলামের ভাই খোরশেদুল ইসলাম জায়গাটি দেখভাল করে আসছিল এতদিন। জায়গায় বিভিন্ন সময় সন্ত্রাসী দল জোরদখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং চাঁদা দাবি করে আসছিল। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুতের পর রাত সাড়ে ১১ টার দিকে  স্থানীয় ২৭ নং ইউনিট যুবদলের সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে জায়গা দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে ঘেরাবেড়া, সাইনবোর্ড ভাংচুর চালায় জায়গাটি দখলে নেয়। সাথে ছিল মো: নেজাম উদ্দিন, ফারহানা খানম এনিসহ ১৫/২০ সন্ত্রাসী গ্রুপ। সন্ত্রাসীরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ করে যুবদলের পদবিধারী নেতাকর্মী হওয়ায় এবং প্রভাবশালী হওয়ায় সহজেই জায়গাটি দখলে নেয় বলে দাবি করেন অসহায় খোরশেদুল ইসলাম। দখল করার পরও উক্ত শাহাবুদ্দিন গং জায়গার মালিকের ভাইকে সপরিবারে হুমকি দিচ্ছে বলে জানান। ৫ লাখ টাকা চাদা না দেয়ায় জোরপূর্বক দখলের পরও নানা হুমকির মধ্যে দিচ্ছে শাহাবুদ্দিন গং এমনটাই দাবি করছেন অসহায় খোরশেদুল ইসলাম।
উক্ত সন্ত্রাসী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক লন্ডন প্রবাসী শাহেদুল ইসলামের ক্রয়কৃত জায়গাটি উদ্ধারের জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী খোরশেদুল ইসলাম।