প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কুতিক সংস্থা (জাসাস) রামু উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রামু চৌমুহনীস্থ বিএনপি কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
মহি উদ্দিন মাহির কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা জাসাস এর আহবায়ক আবুল কাশেম।
রামু উপজেলা সদস্য সচিব রাশেল করিম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জাসাস এর আহবায়ক নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা জাসাস এর সদস্য সচিব আরফাত সাইফুল আদর।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আবছার, রাজারকুল বিএনপির সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ, জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ, নজরুল ইসলাম, নাজমা আক্তার, মোক্তার আহাম্মদ, জেসমিন আক্তার, রুবী আক্তার প্রমূখ।
আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে রামু উপজেলা জাসাস কে শক্তিশালী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।