প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এবং বাংলাদেশ ইসলামী যুবসমাজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, স্বৈরাচার পতনের পরও তাদের প্রেতাত্মারা দেশের বিভিন্ন সেক্টরে সক্রিয় রয়েছে। তারা ধর্মভিত্তিক রাজনীতি ও ইসলামী বিধানগুলোর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এ অবস্থায়, ইসলামপ্রিয় তারুণ্যকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ প্রয়াসে এসব চক্রান্ত রুখে দাঁড়াতে হবে।
তিনি কক্সবাজার সফরকালে ইসলামী যুবসমাজের জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। যুবসমাজকে তিনি আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের নেতৃত্বে এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী এবং সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।