প্রেস বিজ্ঞপ্তি:

যথাযোগ্য মর্যাদায় সীরাতুন্নবী স. উদযাপনের আহ্বান

শতাব্দী সাংস্কৃতিক সংসদের প্রতিনিধি সমাবেশ ৫ সেপ্টেম্বর বিকেলে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শতাব্দী’র আহ্বায়ক আল আমীন মু. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। প্রধান অতিথি বলেছেন, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ স. রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছিলেন। তাঁর আগমনে পৃথিবীব্যাপী আলোর পরশ ছড়িয়ে পড়েছিল। সম্বিত ফিরে পেয়েছিল কুসংস্কার ও জাহিলিয়াতে নিমজ্জিত জাতি। মাত্র ২৩ বছরের কুর আনিক জিন্দেগীর মাধ্যমে অশান্ত, বিক্ষুব্ধ, নির্যাতিত, বঞ্চিত ও লাঞ্ছিত মানবতাকে দিয়েছিল মুক্তির দিশা। তাঁর আলোক রশ্মিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল বিশ্বময়। এমনই একজন মহাবিপ্লবীর জীবন চরিত অনুসরণ, অনুকরণ ও প্রতিপালন আজ সময়ের দাবি। প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমনে প্রতিটি বিশ্বাসী হৃদয় আন্দোলিত হয়ে উঠে রাসূলের ভালোবাসায়। তাই প্রত্যেক সাংস্কৃতিক কর্মী কে রাসূলের জীবনাদর্শ কে মানুষের সামনে পরিশীলিত ও পরিমার্জিতভাবে উপস্থাপন করার জন্য এগিয়ে আসতে হবে। শতাব্দী’র সদস্য সচিব শিল্পী ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও লেখক অধ্যাপক ফরিদুল আলম, পালংকি সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আজিজুর রহমান। সমাবেশে রবিউল আউয়াল মাসব্যাপী জেলাজুড়ে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাফিতি, সীরাত সংকলন প্রকাশ ও সীরাত সেমিনার আয়োজনের কর্মসূচি ঘোষণা করা করেন শতাব্দী সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আল আমীন মু. সিরাজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন নির্ঝর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা রিয়াজ মু. শাকিল, পরিচালক জাহিদুল গণি, আলোড়ন শিল্পী গষ্ঠীর পরিচালক মঞ্জুর আলম, আলো সাংস্কৃতিক সংসদের পরিচালক আব্দুস সাত্তার, চকরিয়া কালচারাল ফোরামের আহ্বায়ক জুনায়েদুল ইসলাম, গাংচিল দেশ জ সংস্কৃতির পরিচালক হানিফ কুতুবী, অর্ণব শিল্পীগোষ্ঠীর পরিচালক মোঃ সৈয়দসহ সালেহীন শিল্পীগোষ্ঠী, মাতামোহরি সাংস্কৃতিক সংসদ ও আন নূর সাংস্কৃতিক সংসদের প্রতিনিধি।