সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) হোটেল রীগাল প্যালেসে এসোসিয়েশনের কার্যকরী কমিটির সভায় এই কমিটি গঠিত হয়।
এতে এড. রেজাউল করিম রেজাকে আহ্বায়ক ও আউলাদ হোসেন কেনেডি সদস্য সচিব করে কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার কামাল। তিনি পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি অনুমোদন দেন। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আনোয়ার কামাল, এড. মাহবুবুর আলম টিপু, এড. ইছহাক, সুবীর চৌধুরী বাদল, হানিফ হেলালি, আবদুল আলিম ভূইয়া ও শওকত ওসমান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।