নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের পান বাজার রোডের খাঁন মার্কেটের নিচ তলায় উদ্বোধন হলো এশিয়া ফার্মেসি। যেখানে মিলবে পাইকারি ও খুচরা সব ধরণের ওষুধ।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিক ফিতা কেটে ফার্মেসির উদ্বোধন করেন জেলা ড্রাগ সুপার হাফিজুর রহমান।

তিনি বলেন, ওষুধের সঙ্গে জীবনের সম্পর্ক। মানহীন, মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ বিক্রি করা যাবে না। ব্যবসায় থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। শুধু ব্যবসা করলে হবে না, ভোক্তাদের অধিকারের প্রতিও খেয়াল রাখতে হবে।

এ সময় ড্রাগ সুপার সরকারি বিধি মেনে ফার্মেসি পরিচালনার আহ্বান জানান।

এশিয়া ফার্মেসি উদ্বোধনকালে বাংলাদেশ কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্টস সমিতি কক্সবাজার জেলা সভাপতি হাবিবুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি  তিলক চৌধুরী, সহ-সভাপতি অসিত চৌধুরী, সদস্য মোঃ ইলিয়াস, আব্দুল মালেক জাকির, ভাস্কর দাস, রাজু সেন, উত্তম শীল, নারায়ন দাস, বিমল চৌধুরীসহ ব্যবসায়ীসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।