প্রেস বিজ্ঞপ্তি:
বৈষম্যমুক্ত সাংস্কৃতিক অঙ্গন গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে শতাব্দী সাংস্কৃতিক সংসদ কক্সবাজার। ২৫ আগস্ট সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শতাব্দী সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আল আমীন। মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিগত ১৫ বছর থেকে বৈষম্য হয়ে আসছে। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন মোহনায় এসে দাঁড়িয়েছে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ছাত্র- জনতার সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে নতুন বাংলাদেশ হবে সর্বক্ষেত্রে বৈষম্যহীন। কিন্তু বিগত ১৫ বছর ধরে একপেশে, পক্ষপাতদুষ্ট ও সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গির নিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থা পরিচালিত হয়ে আসছে। আমরা এর অবসান চাই। আমরা সাংস্কৃতিক অঙ্গনে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে। সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য সমান মনোভাব ও দৃষ্টিভঙ্গি রাখার জন্য সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট গীতিকার, সুরকার অধ্যাপক ফরিদুল আলম, সদস্য সচিব শিল্পী ইকবাল হাসান। উপস্থিত ছিলেন সংগঠক এডভোকেট সরওয়ার আলম, শিল্পী জয়নাল আবেদীন, আব্দুল্লাহ, ওসমান সরওয়ার, সংগঠক ইমাম হোসেন, সাইদুল ইসলাম , শাহাবুদ্দিনসহ বিভিন্ন সংগঠনের শিল্পী ও সংগঠকবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।