নিজস্ব প্রতিবেদক :
মানব সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেছে বিএনপি।তাই ‘শুকনো খাবার এবং আর্থিক সহযোগিতা’ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপি।
আজ ২৫ আগস্ট রবিবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র ত্রাণ সংগ্রহ কমিটির জরুরী প্রেস ব্রিফিং এ এ আহ্বান জানান
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
এক সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম প্রমুখ।
রুহুল কবির রিজভী বলেন,”বিএনপি’র মূল মন্ত্র হচ্ছে মানুষের পাশে থাকা। ঢাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত নন, তাদের কাছ থেকে ‘সহযোগিতা’ আহ্বান করা হচ্ছে।”
প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,
“প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নয়া পল্টনের বিএনপি অফিসের নিচে শুকনো খাবার এবং আর্থিক সহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ত্রাণ কমিটির একাউন্ট নাম্বার দেওয়া হবে, যাতে দূরবর্তী স্থানের লোকজন আর্থিক সহযোগিতা করতে পারে। বিএনপি তৃণমূলের দল।তাই বিএনপি পারবে আপনার ত্রাণ বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দিতে।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কে
আহবায়ক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট একটি ‘ত্রাণ সংগ্রহ কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটিতে আরো আছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া,বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন,কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী।
কমিটি ঘোষণার পর বিএনপি সমর্থিত লোকজন কে ত্রাণ কমিটির কাছে আর্থিক সহযোগিতা করতে দেখা যায়।
