সংবাদ বিজ্ঞপ্তি:
দলীয় পরিচয়ে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডঃ সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন।
সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমাদের অর্জিত সাফল্যকে বিনষ্ট করার জন্য আন্দোলনের কর্মী, বিএনপির কর্মী বা দলীয় পরিচয়ে কক্সবাজারে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গঠিত নতুন সরকারকে যাতে কেউ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত করতে না পারে, সেজন্য জেলাজুড়ে যুবদলের নেতাকর্মীরা নিজস্ব এলাকায় পাহারা বসাবে। দুষ্কৃতিকারীদের ধরে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।
এইজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি এডঃ সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।