সংবাদ বিজ্ঞপ্তি:
কমিউনিটি পুলিশ কক্সবাজার এর প্রতিষ্ঠাতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট সন্ধ্যা ৭ টায় হোটেল মোটেল জোনের ডায়মন্ড হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে কক্সবাজার কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠা কমিটির সদস্যরা ঐক্যমত পোষণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উক্ত কমিটি সর্বাত্মক সহযোগিতা করবেন। যেমনটি করেছিলেন ২০০৬ সাল থেকে ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত।
প্রতিষ্ঠা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেবর মুল্লুক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাতা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আলহাজ্ব আবুল কাশেম সিকদার, উদয় শংকর পাল মিঠু, আবুজাফর সিদ্দিকী, মামুনুর রশীদ মামুন, আলহাজ্ব নুরুল ইসলাম লাইনসম্যান,আলহাজ্ব মাষ্টার মফিজুর রহমান, অধ্যাপক অজিত কুমার দাশ,মোশাররফ হোসেন দুলাল, আলহাজ্ব মাওলানা ওমর ফারুক, আলহাজ্ব নুরুল আমিন, কামরুল ইসলাম, রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।