এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কক্সবাজারের চকরিয়া শহরে পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ অভিযান করেছে শত শত শিক্ষার্থী। বুধবার (৭ আগষ্ট) সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন জনতা শপিং সেন্টার থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। এসময় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও এই অভিযানে অংশ নেয় বিভিন্ন পরিবেশবাদী সামাজিক সংগঠন। সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়।

জানা গেছে, গত ৫ আগষ্ঠ স্বৈরাচার হাসিনাকে পতন করে সারাদেশের মত চকরিয়াতেও লাখো মুক্তিকামী জনতার বিজয় উল্লাসে শহরের রাস্তায় আবর্জনা ও পোড়া জিনিসপত্র ছড়িয়ে টুকটাক আবর্জনা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকে জনতা শপিং সেন্টার মাঠে একত্রিত হয় শিক্ষার্থীরা।

সেখান মহাসড়কের পুরাতন বাস স্টেশন থেকে থানা রাস্তার মাথা পর্যন্ত এলাকাসহ বিভিন্ন স্থানে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। কেউ ঝাড়ু হাতে পরিস্কার করছে, কেউ যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করে । নিজেরাই ঝাড়ু, বস্তা – ট্রলি হাতে এসব জায়গায় পরিষ্কার করে। টানা দুই ঘন্টা চলে এই অভিযান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়া উপজেলা সমন্বয়ক ইব্রাহিম ফারুক, সায়েদ হাসান, মোবারক হোছাইন জিহান,শামশুল আলম সাঈদীর নেতৃত্বে শহস্রাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।