ইমাম খাইর, সিবিএনঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নেজাম উদ্দিন (৩০) নামক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ সময় তার নিকট থেকে দেশীয় তৈরি অস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। তিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভিলেজারপাড়ার আবুল খায়েরের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী মঙ্গলবার সন্ধ্যায় সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোগন সংবাদের ভিত্তিতে
অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন নেজাম উদ্দিনকে আটক করা হয়েছে।
এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে পুলিশ সদস্যরা।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।
মাদক, অস্ত্রসহ যে কোন অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।